অচলাবস্থা কাটছে, জানা গেল কবে শুরু হবে প্রথম বিভাগ লিগ

BCB-1-67970e3b0b4f6.jpg

ক্রীড়া ডেস্ক : বিসিবির গঠনতন্ত্র সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। সে কারণে এই টুর্নামেন্ট রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল।

তবে সে অচলাবস্থা শিগগিরই কাটিয়ে ওঠার ঘোষণাটা দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানুয়ারিতেই প্রথম বিভাগ লিগ শুরুর আশ্বাস তিনি দিয়েছিলেন ক্রিকেটারদেরকে।

সে আশ্বাস পূরণ হচ্ছে অবশেষে। বিসিবি সূত্র জানাচ্ছে, আগামী বুধবার ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

২০ জানুয়ারি এই লিগ শুরুর কথা ছিল। তবে অংশগ্রহণকারী ক্লাবগুলো বিসিবির সংস্কার আলোচনায় আসার পরই লিগ বয়কটের ডাক দেয়।

এরপর গেল শনিবার বিসিবি সভাপতি বোর্ড সভার ডাক দেন। সেখানে আলোচনার পর আপাতত গঠনতন্ত্র সংস্কারের প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর ঠিক পরেই জানা গেল প্রথম বিভাগ লিগ শুরুর দিনক্ষণ।

এদিকে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর সঙ্গে ঢাকার ক্লাবগুলো আলোচনায় বসছে আজ সোমবার। আসছে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করতে এই সভা বসছে বলে জানা গেছে।

Share this post

scroll to top