খেলোয়াড়দের টাকা না দেওয়ার অভিযোগ এবার চিটাগং কিংসের দিকেও

CTG-kings-6791f862d4d42.jpg

ক্রীড়া ডেস্ক : এবারের বিপিএলে পাওনা নিয়ে কয়েক দফা নাটক হয়ে গেছে। সে নাটকের কেন্দ্রে ছিল দুর্বার রাজশাহী। যে কারণে ক্রিকেটাররা অনুশীলনের পর ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। এরপর এবার চিটাগং কিংসও সে খাতায় নাম লেখাল। তাদের বিপক্ষেও অভিযোগ, বেশ কিছু ক্রিকেটারকে কানাকড়িও দেয়নি দলটা।

বিপিএল প্রায় শেষ দিকে চলে এসেছে। এখনও বেতনের অংশবিশেষও মেলেনি। তার বহু আগেই এমন পরিস্থিতিতে পড়ে রাজশাহী অনুশীলন বয়কট করে ম্যাচ বর্জনের হুমকি দিয়েছিল। এবার চিটাগং কিংস খেলোয়াড়দের মগজেও একই ভাবনা খেলে যাচ্ছে।

যদিও চিটাগং কিংসের পাওনা অর্থ খেলোয়াড়দের না দেওয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন দলটির ম্যানেজার মুহাম্মদ লাবলুর রহমান। একটি পত্রিকাকে তিনি বলেছেন, ‘এমন কিছুই হয়নি।’

দুর্বার রাজশাহীও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল। খেলোয়াড়রা শুরুতে অনুশীলন বয়কট করেন, এরপর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচও বয়কটের হুমকি দেন। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে কিছু খেলোয়াড় তাদের ২৫ শতাংশ বকেয়া নগদ এবং আরও ২৫ শতাংশ চেকের মাধ্যমে পান।

এরপর দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিক রহমান খেলোয়াড়দের আশ্বস্ত করেন যে তারা সময়মতো তাদের পারিশ্রমিক পাবেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘খেলোয়াড়দের কোনো আর্থিক সমস্যার কারণে ভোগান্তি হবে না। তাদের সঙ্গে যে প্রতিশ্রুতি রয়েছে, আমরা তা সময়মতো পূরণ করব।’

শফিক আরও জানান, তাদের ব্যবস্থাপনাগত সমস্যার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে, তবে তারা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার সমর্থন চান।

Share this post

scroll to top