হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শহর জামায়াতের মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ

5222-6791c213bfc15.jpg

ডেস্ক রিপোর্ট: সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মত‌বি‌নিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করেছে শহর জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জানুুয‌রি) বিকালে চাঁদপুর শহ‌রের দারুস সালাম মস‌জিদ কম‌প্লে‌ক্সেএ মত‌বি‌নিময় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আ‌মির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

এসময় তি‌নি বলেন, আমরা বিগত দিনেও চেয়ে‌ছি আপনাদের পাশে থাকতে কিন্তু রাজনৈ‌তিক প‌রি‌স্থি‌তির কারণে আমরা তখন পাশে থাকতে পা‌রি‌নি। বাংলাদেশ জামায়া‌তে ইসলামী ন্যায়‌ভি‌ত্তিক এক‌টি  সুন্দর রাষ্ট্র উপহার দি‌তে চায়। আপনারা য‌দি পা‌শে থা‌কেন তাহ‌লে আমরা ইনসাফ ভি‌ত্তিক রাষ্ট্র উপহার দি‌তে পর‌ব। যেখানে থাকবে না মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ম‌ধ্যে কোনো ভেদা‌ভেদ। সকল জা‌তি ধর্ম বর্ণ নি‌র্বিশে‌ষে রাষ্ট্রীয় সকল সু‌যোগ সু‌বিধা ভোগ ক‌র‌বে। ত‌বে আমরা আপা‌তের প্রতি আপনা‌দের অ‌নেক কৃতজ্ঞ আপনারা কষ্ট ক‌রে এখানে এ‌সে‌ছেন। আগামী দিনগু‌লো‌তে যে কোনো বিষ‌য়ে আমরা যেন আপনা‌দের কা‌ছে গি‌য়ে সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌তে পা‌রি।

শহর জামায়া‌তে ইসলামীলর আ‌মির অ্যাডভোকোট মো. শাহাজাহান খা‌নের সভাপ‌তি‌ত্বে ও সে‌ক্রেটারি শেখ মো. বেলা‌য়েতের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন চাঁদপুর জেলা জামায়া‌তে ইসলামীলর সে‌ক্রেটারীি অ্যাড‌ভো‌কেট মো. শাহাজাহান মিয়া, বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষ‌দ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠ‌নিকন সম্পাদক লিটন সাহা, পৌর ক‌মি‌টির সভাপ‌তি নেপাল সাহা, সুমন সরকার জয়, শহর জামায়াতের সহকারী সে‌ক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ।

Share this post

scroll to top