ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

Gazaria-67906936087f2.jpg

ডেস্ক রিপোর্ট: সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে মেঘনা ব্রিজের ওপর ঢাকাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশে ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

বাসচালক লিংক জানান, ভবের চর হতে জামালদি বাসস্ট্যান্ড আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে।

ট্রাকচালক মোশারফ হোসেন জানান, আনারপুরা থেকে যানজট পেয়েছি। কী কারণে যানজট তা জানি না।

গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিকল হওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

Share this post

scroll to top