ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা

869578458-678f44b7c66f0.jpg

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।  ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রাজকুমারী রিমা বিনতে বান্দার সোমবার মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে দেশটির প্রতিনিধি হিসেবে অংশ নেন।

সৌদি মালিকানার গণমাধ্যম আল আরাবিয়া এ খবর দিয়েছে। এতে বলা হয়, সোমবার (২০ জানুয়ারি) প্রিন্সেস রিমা সাজামিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমাদের দুই দেশের ৮০ বছরের বন্ধুত্ব উদযাপন করার মুহূর্তে, সৌদি আরবের পক্ষ থেকে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জনগণকে তার অভিষেক উপলক্ষে সৌদির আন্তরিক শুভেচ্ছা পৌঁছাতে পেরে সম্মানিত বোধ করছি।

প্রিন্সেস রিমা তার পোস্টে লেখেন, আমাদের দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক এবং আমরা আশা করি ভবিষ্যতেও উভয় জাতি আমাদের অঞ্চল এবং বিশ্বের কল্যাণে একসঙ্গে কাজ করতে থাকবে।

এই পোস্টের সঙ্গে তিনি ট্রাম্পের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

Share this post

scroll to top