ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা, ট্রাম্পের নিন্দায় পেলোসি

Nancy-678f209a08d03.jpg

ডেস্ক রিপোর্ট: ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১৫০০ মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

ন্যান্সি পেলোসি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলোসি বলেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত লজ্জাজনক এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, ট্রাম্প সেইসব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ।

ট্রাম্পপন্থি এসব বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন। ডেমক্র্যাটরা ওই হামলায় উস্কানি দেওয়ার জন্য তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলো। পরে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।

Share this post

scroll to top