ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুটি মামলা হয়েছিল। দুটিতে খালাস পেয়েছেন এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
মিছিলে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও সম্ভাব্য এমপি প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জু রহমান ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহম্মেদ, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজু, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান রিপন, পৌর বিএনপি নেতা শাওন খন্দকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।