রুশ বোমায় প্রাণ হারালেন ১৩ ইউক্রেনীয়

ukraine-bomb-attack-677f476a673be.jpg

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে।’

এছাড়া তার একটি টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবার কর্মীরা চিকিৎসাসেবা দিচ্ছেন এমন গ্রাফিক ফুটেজ দেখা গেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হামলায় বহু উঁচু আবাসিক ব্লক, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।  ধ্বংসাবশেষ একটি ট্রাম ও বাসের ওপর আছড়ে পড়ে।  এর ভেতরে যাত্রীরা ছিলেন।

আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে চলা রুশ বাহিনীর আগ্রাসনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

Share this post

scroll to top