শান্ত কেন উইকেটকিপার, যা বললেন রিশাদ

Shanto-WK-677ded2f03fc6.jpg
ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না নাজমুল হোসেন শান্তর। সেই তাকে নতুন ভূমিকায় দেখা যায় মঙ্গলবার সন্ধ্যায়। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমে পড়েছিলেন উইকেটকিপিং গ্লাভস পরে। সেটা আবার ইনিংসের শুরু থেকেই। যা জন্ম দেয় বিস্ময়ের।
বিপিএলের আগে ফরচুন বরিশাল তাদের স্কোয়াড গুছিয়ে ফেলার পরই নিশ্চিত ছিল মুশফিকুর রহিমই হবেন দলটার উইকেটরক্ষক। তবে সম্প্রতি তার চোট সে দৃশ্যটা বদলে দেয়।
চোটটা বড় নয়, তাই ম্যাচে নামতে অসুবিধা নেই তার। তবে এই চোট যেহেতু আঙুলের, সেহেতু উইকেটকিপিং থেকে দূরে থাকতে হয় তাকে। এদিকে বিকল্প উইকেটরক্ষক প্রিতম কুমারও নেই একাদশে। সে কারণে নাজমুল হোসেন শান্তর নতুন অবতারের দেখা মেলে গত ম্যাচে।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল বরিশালে একদশে ছিলেন মুশফিকুর রহিম। তবে আঙুলের চোটের কারণে উইকেটের পেছনে দেখা যায়নি মুশফিককে৷ এছাড়া স্বীকৃত উইকেটকিপার একাদশেও তেমন দেখা যায়নি। তবে ম্যাচের শুরুতে গ্লাভস হাতে দেখা গেল নাজমুল হোসেন শান্তকে। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে এটাই শান্তর প্রথম উইকেটের পেছনে দাঁড়ানো।
বিষয়টা যে চমক ছিল, তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে। এরপর সংবাদ সম্মেলনেও বিষয়টা নিয়ে জানতে চাওয়া হয় রিশাদ হোসেনের কাছে। তিনি অবশ্য বিষয়টা এড়িয়ে গেলেন অনেক দূর থেকে। বললেন,  ‘এটা কোচ আর অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে।’
সিলেটে গতকাল রীতিমতো ফুলহাউজ গ্যালারির দেখাই মিলেছে। তবে দারুণ পারফর্ম করে রিশাদ হোসেন স্তব্ধ করে দিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। বিষয়টা ভালো লেগেছে রিশাদেরও। তিনি বলেন, ‘গ্যালারিভর্তি দর্শক থাকলে ভালোই লাগে। উপভোগ করেছি। দর্শক বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে। উইকেট পেলে, ব্রেকথ্রু পেলে পুরো গ্যালারি চুপ হয়ে থাকে। সেদিক থেকে উপভোগ করেছি।’
সিলেট পর্ব শুরুর পরই আলোচনায় সেখানকার সীমানাদড়ির অবস্থান। তা নিয়ে তিনি বলেন, ‘বোলার হিসেবে বাউন্ডারি, শিশির এসব নিয়ে চিন্তা করলে তো হবে না। ডেলিভারি করতে হবে নিজের সেরাটা। চেষ্টা করছিলাম দলের চাহিদা অনুযায়ী।’

Share this post

scroll to top