১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ!

taknaf-6773b7c3cdcc2.jpg

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকাতে বন বিভাগের কাজ করতে গিয়ে ৩ বন কর্মীসহ অপহৃত ১৯ শ্রমিক উদ্ধার না হতে ফের ৭ জন অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ১ জন সিএনজি ১ জন অটোরিকশা চালক এবং বাকিরা যাত্রী। তবে অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে হোয়াইক্যং থেকে বাহার ছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে পাহাড়ি ঢালে পৌঁছলে পাহাড়ি অপহরণ চক্রের সদস্যরা এসে তাদের নিয়ে যায়।

হ্নীলা সিএনজি কমিটির সাধারণ সম্পাদক রফিক জানান, হোয়াইক্যং থেকে বাহার ছড়া যাওয়ার পথে ৭ জন অপহরণ হয়েছে। তার মধ্যে একজন সিএনজি ও ১ জন অটোরিকশা চালক রয়েছে। তাদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এদিকে অপহৃত সবাইকে উদ্ধারে বিভিন্ন টিম করে পাহাড়ে অভিযান পরিচালনা করছেন র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ও হোয়াইক্যং সিপিসি-২’র সদস্যরা, টেকনাফ থানা পুলিশ, বনবিভাগের শতাধিক কর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভিকটিমদের উদ্ধারে আমাদের পুলিশে একাধিক টিম পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান করছে।

Share this post

scroll to top