দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে: ড. বদিউল আলম

Rangpur-6763a0950a9f5.jpg

ডেস্ক রিপোর্ট:  নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন ছিল। কারণ ভোটার তালিকা তৈরি করতে হবে এবং অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ করা দরকার। কারণ নির্বাচন যাত্রাটা শুরু হওয়া দরকার। দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে।

বুধবার রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।ড. বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার প্রস্তাব করবে নির্বাচন সংস্কার কমিশন। পরে সরকারই ঠিক করবে কোনটার সংস্কার হবে কোনটার হবে না।

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, দুর্বল আইন হলেও সম্মানিত মানুষ দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে। তাই ভালো ফলাফলের আশা করেন বদিউল আলম। নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ সমাপ্তেরর প্রত্যাশাও করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান।

এ সময় গণমাধ্যমকর্মী ছাড়াও সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top