একসঙ্গে দুই কাজে তাহসান

Tahsan-khan-6746b5e29281f.jpg

ডেস্ক রিপোর্ট: একসঙ্গে নতুন দুটি কাজ শুরু করেছেন সংগীতশিল্পী তাহসান খান। এর মধ্যে একটি হচ্ছে, নতুন গান প্রকাশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সংগীতায়োজনে নতুন একটি গান করেছেন তিনি।

‘ভুলে যাব’ শিরোনামে এ গানটির কথা লিখেছেন সঞ্জয়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হেস্টর টরো। যুক্তরাষ্ট্রেই এর শুটিং হয়েছে।

ভিন্ন ধাঁচের গানটি প্রকাশের পর থেকেই তাহসান ভক্তরা লুফে নেন। এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসাবেও কাজ শুরু করেছেন তাহসান।

দুটি কাজ প্রসঙ্গে তাহসান বলেন, ‘মুজার সঙ্গে গান করলাম। দারুণ একটি প্রজেক্ট। শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন, আপাতত এটাই স্বস্তি। অন্যদিকে দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে একটি প্রতিষ্ঠানের সঙ্গী হলাম। শিগগির এর প্রচার-প্রচারণায় দেখা যাবে আমাকে। এছাড়া এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গান আসবে।’

Share this post

scroll to top