ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদের কবর জেয়ারত করল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল এবং বেরোবির ভিসি।
এ সময় বেরোবির ভিসি প্রফেসর ড. শওকাত আলী, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার, উপ-পরিচালক এমদাদুল হক, বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রমানিক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ওসমান গণি তালুকদার, প্রশাসন বিভাগের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) নাজমুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোশাররফ হোসেন, এস্টেট শাখার প্রধান আলী হাসান, নির্বাহী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার ও শাহরিয়ার আকিফ, আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।