যৌথ বাহিনীর অভিযানে সুনামগঞ্জে উদ্ধার ৭ ভারতীয় বিস্ফোরক

3-44-67182e9f2bd1b.jpg

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে ভারতে তৈরি ৭টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ  থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়,  সেনা বাহিনী ও র‌্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর  চৌকস টিম নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন রাধানগর বাজার পয়েন্টে অভিযান চালায়।

অভিযানে ভারতের নাগপুরের ইয়েনভেরায় তৈরি (ঘঊঙএঊখ ৯০)ঝইখ-ঊঘঊজএণ খওগওঞঊউঊঢচখঙঝওঠঊ(ঈখঅঝঝ-২)১২৫সমং,ঠওখখঅএঊ ণঊঘঠঊজঅ,উওঝঞজওঈঞ,ঘঅএচটজ৪৪১৫০২(গঝ,ওঘউওঅ)লেখা ৭টিঁ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করেন।

জব্দ তালিকা মূলে আলামত হস্তান্তর পূর্বে র‌্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করে সোমবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Share this post

scroll to top