মসজিদের মধ্যে ইমাম খুন

362584-6737f60436161.jpg

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের কোয়াগা ফনটেইনে এলাকায় স্থানীয় মসজিদের একজন ইমামকে দুর্বৃত্তরা ঘরের ভিতরে হত্যা করেছে।

শুক্রবার কোয়াগা ফনটেইন মসজিদের ইমামকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ি গোলাম সারোয়ার জানান, মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের রুমের দরজায় রক্তের ফোটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তখন পুলিশ এসে দরজার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। কে বা কারা তার হাতের কব্জি কেটে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে রুমের এক কোণে পেলে রেখে বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

নিহত ইমাম মালাওয়ের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া দেশটিতে ২০১৮ সালে ১০ মে বৃহস্পতিবার একটি শিয়া মসজিদের ইমামকে গলা গেটে হত্যা করে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Share this post

scroll to top