টঙ্গীতে গ্যাস সংকট নিরসন দাবিতে মানববন্ধন

Tongi-gas-Final-672e7d0910141.jpg

ডেস্ক রিপোর্ট: টঙ্গীতে বাসা-বাড়িতে রান্নার জন্য গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই গ্যাস সংকট সমাধানের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় একটি শাখা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে স্থানীয়রা ওই এলাকার একটি ওয়াশিং কারখানা বন্ধের দাবি জানিয়ে কারখানা ফটকে তালা দেওয়ার চষ্টো করে। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন জানা যায়, প্রায় ১১ বছর ধরে মরকুন টেকপাড়া এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়ে একাধিকবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গীর আঞ্চলিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানালেও সুফল পাওয়া যায়নি।

শুক্রবার বিকালে গ্যাস সংকট নিরসন দাবিতে মানববন্ধন শেষে স্থানীয়রা এমএইচ ওয়াশিং লিমিটেড কারখানাটিতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে অভিযোগ তুলে কারখানাটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার চষ্টো করেন। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

Share this post

scroll to top