মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘মন্দ অপবাদ’: রাশিয়া

ezgif-5-3ee89892c4-672ad8ae37bf7.jpg

ডেস্ক রিপোর্ট: ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন কোনো অভিযোগ ‘মন্দ অপবাদ’।

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার মার্কিন তদন্ত সংস্থা এফবিআই দাবি করেছে, নির্বাচনের দিনে সুইং স্টেটে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালাতে কাজ করছে রাশিয়া।

মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রতিপক্ষ দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে প্রতিপক্ষ দেশগুলো আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়।

রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা জোর দিয়ে বলতে চাই যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং হস্তক্ষেপ করে না।’

বিবৃতি আরো বলা হয়, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন বারবার জোর দিয়েছেন, আমরা আমেরিকান জনগণের ইচ্ছাকে সম্মান করি’।

মার্কিন নির্বাচনে রাশিয়া ও ইরানের হস্তক্ষেপের অভিযোগ এবারই নতুন নয়। আগেও এমন অভিযোগ তুলেছিলেন মার্কিন গোয়েন্দারা। তবে মস্কো ও তেহরান বরাবরই হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

Share this post

scroll to top