কেক কেটে ডিভোর্স উদযাপন তরুণীর, ভিডিও ভাইরাল

3-2-6726fd2848b49.jpg

বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবন সবার জন্য সুখের হয় না। কারো কাছে প্রিয় মানুষটিই এক সময় হয়ে উঠে বিষাক্ত। যেতে হয় বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তৈরি হয় দূরত্ব। সেই দূরত্ব থেকে একটা সময় আলাদা থাকার সিদ্ধান্ত নেন কেউ কেউ। বেছে নেন ডিভোর্স।

তবে সেই ডিভোর্স উদযাপন করতে দেখা যায় না খুব একটা। এবার ডিভোর্স উদযাপন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পাকিস্তানের এক তরুণী। যেই ভিডিও আবার সামাজিক যোগযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। যা ব্যাপক সারা ফেলেছে সামাজিক মধ্যমে। হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা।

ভিডিওতে দেখা যায় তরুণী তার বন্ধুদের উপস্থিতিতে ‘হ্যাপি ডিভোর্স’ লেবেলযুক্ত একটি কেক কাটছেন। শুধু কেক-ই নয় নিজের বিয়ের ওড়না ও ছবি ছিঁড়ে ফেলতে দেখা গেছে তাকে। এ সময় বেশ খুশি ছিলেন তিনি। যা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে এভাবে মজা করাকে অন্যায় হিসেবে দেখছেন কেউ কেউ।

তাদের যুক্তি বিবাহের সমাপ্তি যদি বেদনাদায়ক হয় তবুও এটি ফ্যাশন বিবৃতি হিসাবে বিবেচনা করা উচিত নয়। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যদিও এটি একটি ভুল সম্পর্ক ছিল, বিবাহবিচ্ছেদ উদযাপন করা বিয়ের পবিত্রতাকে অসম্মান করে।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘একটি বিবাহবিচ্ছেদ নারী ও পুরুষ উভয়ের জন্যই একটি বেদনাদায়ক অভিজ্ঞতা এবং নিন্দা করা উচিত, উদযাপন নয়।’

Share this post

scroll to top