এবার রাবনরূপে ধরা দিলেন ‘কেজিএফ’

Yash-pic-67bbeb5a36a27.jpg

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় অভিনেতা ইয়াশ। মূলত তাকে বলা হয় ‘কেজিএফ’ তারকা। এ সিনেমার দুই কিস্তিতেই বাজিমাত করেছেন তিনি। এবার ইয়াশ আসছেন রাবনরূপে।

বলিউডে পৌরাণিক গল্প নিয়ে বিগ বাজেটে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’ নামে একটি সিনেমা। মহাভারতের সেই ঐতিহাসিক চরিত্র ‘রাবন’-এ অভিনয় করছেন এ অভিনেতা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নায়ককে আবারও পর্দায় দেখার জন্য।

সম্প্রতি এ সিনেমার শুটিং শুরু করেছেন ইয়াশ। পরিচালক নীতেশ তিওয়ারির বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমায় যুদ্ধের দৃশ্যই হবে সবচেয়ে বেশি ফোকাসড। পর্দায় রাবণকে শক্তিশালী দেখানোর জন্য বিভিন্ন ধরনের কোরিওগ্রাফি করা হবে। এপ্রিলের শেষের দিকে ‘রামায়ণ’র প্রথম লটের শুটিং শেষ হবে। এটিও সিক্যুয়াল সিনেমা হবে।

২০২৬ সালের দীপাবলী উপলক্ষ্যে ছবির প্রথম অংশ মুক্তি পাবে। ২০২৭ সালের দীপাবলী উপলক্ষ্যে মুক্তি পেতে পারে দ্বিতীয় অংশ। এ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এরই মধ্যে নিজের চরিত্রের প্রায় পুরোটাই শুটিং শেষ করেছেন রণবীর। এবার শুরু হলো রাবণের শুটিং। এতে সীতার ভূমিকায় অীভনয় করছেন সাই পল্লবীকে। লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে টিভি অভিনেতা রবি দুবেকে।

Share this post

scroll to top