আফগানিস্তান চ্যালেঞ্জ, চিন্তার কিছু দেখছেন না হৃদয়

3-4-672709441d7d9.jpg

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ধবলধোলাই হওয়ার পর এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান চ্যালেঞ্জ। তবে এবার ম্যাচের ফরম্যাট বদলানোয় জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট বলেই আফগানিস্তান চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাওহিদ হৃদয়।

শারজাহতে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেই সিরিজে ব্যর্থতা ভুলে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চায় নাজমুল হোসেন শান্তর দল।

তবে আফগানিস্তান এখন প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা। তাছাড়া শারজাহতেই কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে দলটি। এছাড়া দ্বিপাক্ষিক লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয়ী তারা। এই অবস্থায় বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

তবে সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছে বাংলাদেশ। এমনটাই দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।

এই ব্যাটার বলেন, ‘আফগানিস্তানের বোলিং বিভাগ বিশেষ করে স্পিনাররা সবসময়ই ওদের শক্তির জায়গা। এটা আমরা সবাই জানি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা দলই শক্তিশালী। প্রতিটা দেশে তাদের সেরা ক্রিকেটাররাই খেলে।’

হৃদয় আরও বলেন, ‘তাই এগুলো নিয়ে বেশি চিন্তার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হলে এই চ্যালেঞ্জটা নিতেই হবে। প্রতিপক্ষে কারা আছে, তাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। সেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব।’

Share this post

scroll to top