বদলগাছীতে মাতৃত্বকালীন ছুটির বেতন ফেরত নিলেন অধ্যক্ষ

p-b-67228310d04bd.jpg

ডেস্ক রিপোর্ট: নওগাঁর বদলগাছী উপজেলার ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের মাতৃত্বকালীন ছুটির সময়ের প্রাপ্ত বেতন-ভাতার টাকা ফেরত নিয়েছেন অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। ফেরত নেওয়া টাকা দেড় বছর পার হলেও ব্যাংকে জমা দেওয়ার রশিদ দেননি ওই শিক্ষিকাকে। এ ঘটনায় ভুক্তভোগী ও শিক্ষিকা ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষিকা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে ওই মাদ্রাসায় ২০২২ সালের ১ ফেব্রুয়ারি যোগদান করেন। সেই বছরের ১ মার্চ থেকে এমপিওভুক্ত হন। যোগদানকালীন তিনি সন্তানসম্ভবা ছিলেন বলে ওই বছরের ৮ ফেরুয়ারি থেকে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এরপর অধ্যক্ষ আনোয়ার হোসেন ২০২৩ সালের ৪ এপ্রিল জানান আমার মাতৃত্বকালীন ছুটি গ্রহণ বৈধ হয়নি বিধায় আমার ৬ মাসের গৃহীত বেতন-ভাতা ফেরত দিতে হবে। এমতাবস্থায় তিনি আমার বাড়িতে গিয়ে আমার কাছ থেকে ১ লাখ ৪ হাজার টাকা নেন। আমি নিজে সেই টাকা ফেরত দিতে চাইলে তিনি জানান টাকাটি অধ্যক্ষ মারফতই ফেরত দিতে হবে। আমি মাদ্রাসার প্রভাষক মো. রেজাউল করিম স্যারের উপস্থিতিতে তাকে টাকা দিই। পরবর্তীতে তার কাছ থেকে টাকা ফেরত প্রদানের চালানের কপি চাইলে তিনি তা এখন পর্যন্ত আমাকে দেন নাই। বরং তা দিতে আরও ৬ মাস সময় প্রয়োজন বলে জানান।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share this post

scroll to top