জাতি তোমাদের নিয়ে গর্বিত: প্রধান উপদেষ্টা

Untitled-1-672275a1a6963.jpg

ডেস্ক রিপোর্ট: নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

অধ্যাপক ইউনূস বলেন, এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

এর আগে, নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের দল।

উল্লেখ্য, ২০২২ সালে একই ভেন্যুতে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।

Share this post

scroll to top