সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ পাচ্ছেন ৭০০ শিক্ষার্থী

asif-bhu-6721f70b86908.jpg

ডেস্ক রিপোর্ট: সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ পাচ্ছেন ৭০০ শিক্ষার্থী। তারা দিনে ৪ ঘণ্টার করে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রত্যেক সেক্টরেই শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন, বলে জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৪০০ জন নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, সারাদেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।

তিনি আরও জানান, দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার। এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top