জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন আজ

varkar-turk-671fd96c96ec8.jpg

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন।

সোমবার জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভলকার তুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধানসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধানের।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ভাষণ দেবেন। সাম্প্রতিক প্রতিবাদ ও আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

Share this post

scroll to top