সড়ক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে কোটি টাকা জরিমানা

Sorok-671d73fd91b01.jpg

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ওই সময়ে এ সংক্রান্তে ২ হাজার ৯৫৭টি মামলা করা হয়েছে।

শনিবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৪ ও ২৫ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ২ হাজার ৯৫৭টি মামলা করে।

এ সময় জরিমানা করা হয় ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি।

Share this post

scroll to top