সাবেক এমপি মমতাজ-টুলুসহ ১০৯ জনের বিরুদ্ধে আরও ১টি হত্যা মামলা

Manik-Momotaz-Mp1-671c032fcb4fd.jpg

ডেস্ক রিপোর্ট: সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে প্রায় এক যুগ আগে আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এ হত্যা মামলা আসামি করা হয়েছে সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, সাবেক স্বতন্ত্র এমপি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ১০৯ নেতাকর্মীকে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫শ-৬শ জনকে।

সিংগাইর পৌর এলাকার গোবিন্দল গ্রামের মৃত ইংরাজ মোল্লার ছেলে মজনু মোল্লা (৬০) বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। সুজন মোল্লা আলোচিত চার হত্যাকাণ্ডে নিহত নাজিম উদ্দিন মোল্লার পিতা।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক সকাল ১০টার হতে দুপুর ১টা পর্যন্ত ইসলাম ও সমমনা দলের পূর্ব ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল ছিল। সিংগাইর গোবিন্দল নতুন বাজার চার রাস্তার মোড়ে হেমায়েতপুর-মানিকগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে হরতালের সমর্থনে শতশত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাবেশে আসামীদের গুলিতে আমার পুত্র নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন মারা যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৯ অক্টোবর একই ঘটনায় গোবিন্দল গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০) একটি হত্যা মামলাটি  দায়ের করেন।

Share this post

scroll to top