ক্রীড়া ডেস্ক : লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সাফল্য এনে দিচ্ছেন আর্নে স্লট। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগেও সাফল্য পাচ্ছে দলটি। আর তাতে করে নতুন এক রেকর্ডও গড়া হয়েছে আর্নে স্লটের। ক্লাবটির দীর্ঘ ১৩২ বছরের ইতিহাসে যা করে দেখাতে পারেনি আর কোনো কোচ।
রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লাইপজিগের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। আর তাতেই হয়েছে রেকর্ড। এ নিয়ে প্রতিপক্ষের মাঠে মৌসুমের প্রথম ৬ ম্যাচেই জিতল ক্লাবটি। যা লিভারপুলের ১৩২ বছরের ইতিহাসে এবারই প্রথম।
শুধু তাই নয়; ৪৬ বছর বয়সী এই ডাচ কোচের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, লিগ কাপ মিলিয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে লিভারপুল, জয় ১১টিতে। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম কোচ হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের প্রথম ১২ ম্যাচের ১১টিতেই জিতলেন স্লট।
এমন দুর্দান্ত রেকর্ড গড়ে স্লট জানালেন তার চোখ রেকর্ডে নয় ট্রফিতে, ‘অনেক দারুণ দল এই জার্সি গায়ে তুলেছে, দুর্দান্ত কিছু ম্যানেজার এই ক্লাবের দায়িত্বে ছিলেন। আগে হয়নি এমন কিছু অর্জন করা এত বড় ক্লাবে আসলে অসম্ভব। তবে কিছু অর্জন করতে পারাও দারুণ ব্যাপার। রেকর্ড অবশ্যই ভালো কিছু, তবে রেকর্ডের চেয়ে ভালো একটা বিষয় আছে, আমি কী বলতে চাইছি সেটা আমরা জানি, আমার মনে হয় সেটা ট্রফি।’
এক গোল ব্যবধানে জিতলেও ম্যাচের বেশির ভাগ সময় দাপট দেখিয়েছে লিভারপুল। স্লট বলেছেন, ‘যদি ড্র নিয়ে এখান থেকে ফিরতে হতো, মনে হতো আমরা কিছু হারিয়েছি। সম্ভবত ম্যাচের প্রথম ১০ মিনিট বাদ দিলে ম্যাচের প্রথম ৭০ মিনিটই আমরা নিয়ন্ত্রণ করেছি।’