হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

Untitled-1-6719e40dc0e8e.jpg

ডেস্ক রিপোর্ট: হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

প্রসঙ্গত, এ বছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।

Share this post

scroll to top