চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

hel-20220909213212.webp

নিউজ ডেস্ক
দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ।

এর আগে গত ৪ সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অর্গানাইজেশনের (এসইএআরও) পাঁচদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটানে যান স্বাস্থ্যমন্ত্রী।

পাঁচদিনের ওই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন। একইসঙ্গে মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসু দিক-নির্দেশনা ও সার্বিক পরামর্শের কথাও উল্লেখ করেন।

গত ৬ সেপ্টেম্বর ভুটানের পারো শহরের হোটেল লা মেরিডিয়ানে ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রভীন পাওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন জাহিদ মালেক। এসময় তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

গত ৫ সেপ্টেম্বর ভুটানের পারো শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন শুরু হয়। এতে ভবিষ্যৎ মহামারী মোকাবিলা, করোনা পরিস্থিতি পর্যালোচনা, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ অসংক্রামক ব্যাধি মোকাবিলার কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top