উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানিও নেই, অভিযোগ ইসরাইলি সংস্থার

ezgif-2-5f72afe521-6718788d84c08.jpg

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’টসেলেমে জানিয়েছে, উত্তর গাজায় সামরিক আগ্রাসনে ক্ষুধা নিবারণের জন্য পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সংস্থাটির অভিযোগ, এভাবে ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে ইসরাইল।

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বি’টসেলেম ফিলিস্তিনে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে গত কয়েক দশক ধরে কাজ করে আসছে।  ইসরাইলি সরকার বারবার গাজায় মানবাধিকার লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে। এই ধরনের লঙ্ঘনের অস্তিত্ব অস্বীকার করার বিরুদ্ধে লড়াই এবং ইসরাইলে একটি মানবাধিকার সংস্কৃতি তৈরিতে কাজ করছে বি’টসেলেম  ।

এক বিবৃতিতে জেরুজালেম ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘এটা আগের চেয়ে পরিষ্কার, ইসরাইল গাজা যুদ্ধে কিছু গুরুতর অপরাধ করে উত্তর গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায়’।

একইসঙ্গে বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাগুলােকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘৫ অক্টোবর থেকে উত্তর গাজা উপত্যকায় ইসরাইলের বর্তমান অভিযান শুরু হওয়ার পর থেকে, এলাকাটি প্রায় সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে।  সেখানকার বেসামরিক বাসিন্দাদের ওপর নিরলসভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী’।

‘ইসরাইল তাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে।  কয়েকটি প্রমাণে যা বেরিয়ে এসেছে, যা বর্ণনা করে ওই অঞ্চলের রাস্তায় সারিবদ্ধ মৃতদেহ।  ক্ষুধা নিবারণে সেখানে পানীয় জলও কোথাও পাওয়া যায়নি’।

ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’টসেলেমে জানিয়েছে, ইসরাইল উত্তর গাজায় ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে।

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বি’টসেলেম ফিলিস্তিনে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে গত কয়েক দশক ধরে কাজ করে আসছে।  ইসরাইলি সরকার বারবার গাজায় মানবাধিকার লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে।  এই ধরনের লঙ্ঘনের অস্তিত্ব অস্বীকার করার বিরুদ্ধে লড়াই এবং ইসরাইলে একটি মানবাধিকার সংস্কৃতি তৈরিতে কাজ করছে বি’টসেলেম  ।

এক বিবৃতিতে জেরুজালেম ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘এটা আগের চেয়ে পরিষ্কার, ইসরাইল গাজা যুদ্ধে কিছু গুরুতর অপরাধ করে উত্তর গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায়’।

একইসঙ্গে বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাগুলােকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘৫ অক্টোবর থেকে উত্তর গাজা উপত্যকায় ইসরাইলের বর্তমান অভিযান শুরু হওয়ার পর থেকে, এলাকাটি প্রায় সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে।  সেখানকার বেসামরিক বাসিন্দাদের ওপর নিরলসভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী’।

‘ইসরাইল তাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে। কয়েকটি প্রমাণে যা বেরিয়ে এসেছে, যা বর্ণনা করে ওই অঞ্চলের রাস্তায় সারিবদ্ধ মৃতদেহ। ক্ষুধা নিবারণে সেখানে পানীয় জলও কোথাও পাওয়া যায় না’।

Share this post

scroll to top