ইসরাইলের ড্রোন গুলি করে নামিয়েছে হিজবুল্লাহ

h-67161107b6d57.jpg

ডেস্ক রিপোর্ট: লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ করা ইসরাইলি হার্মিস-৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত এবং আরেকটিকে পিছু হটতে বাধ্য করেছে হিজবুল্লাহ। রোববার রাতে একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলি হার্মাস-৯০০ ড্রোন লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করলে গুলি করে ভূপাতিত করেছে তারা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলির ভয়ে আরেকটি ড্রোন ইসরাইলে ফিরে গেছে।

এদিকে রোববার ইসরাইলের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, রোববার বিকাল ৪টার দিকে হাইফার ‘তিরা কারমেল’ সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট নিক্ষেপ করা হয়েছে। সেইসঙ্গে ইসরাইলের স্যামসন সামরিক ঘাঁটির কমান্ড ও সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মারকাবা শহর, কালা মালভূমি এবং হুনিন ব্যারাকে বিভিন্ন শ্রেণির রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

এসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরাইল।

Share this post

scroll to top