লাঞ্চের আগেই বাংলাদেশের লেজের দেখা পেয়ে গেছে দ.আফ্রিকা

3-7-6715efbf95ad6.jpg

ক্রীড়া ডেস্ক : মিরপুরে ভয়াবহ একটা সকাল পার করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতির আগেই খুইয়ে বসেছে ৬ উইকেট। প্রোটিয়ারা পেয়ে গেছে বাংলাদেশের লেজের দেখা। উইকেটে এখনও দাঁত কামড়ে পড়ে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে প্রোটিয়া বোলাদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি।

মিরপুরের চেনা উইকেটে এদিন শুরু থেকেই খাবি খেয়েছে বাংলাদেশি ব্যাটাররা। দুই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদার বোলিং তোপের মুখে পড়ে রীতিমতো দিশেহারা বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৫০ রান করার আগেই সাজঘরে ফিরতে হয়েছে ৫ ব্যাটারকে।

এদিন ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান এই পেসার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত। চাপ কাটাতে জয়কে সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিক। তবে শেষ পর্যন্ত রাবাদার গতির কাছে হার মানতে হয়েছে তাকে। দারুণ এক ডেলিভারিতে মুশফিকের স্টাম্প ভেঙে দেন রাবাদা। খানিক পর উইকেটে লিটন দাসকেও নিজের দ্বিতীয় শিকার বানান এই পেসার। তার আগে ‍মুশফিককে ১১ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও টেস্ট ইতিহাসের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকে নাম লেখান এই প্রোটিয়া পেসার।

বিপর্যয় সামাল দিতে উইকেটে এসে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। কেশভ মহারাজের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৩ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়েছে জাকের আলীর। দেশের হয়ে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।

Share this post

scroll to top