‘মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই বড় চ্যালেঞ্জ’

NW-6714059d2da21.jpg

ডেস্ক রিপোর্ট: সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। মানুষের কাক্সিক্ষত ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরাও চাচ্ছি দ্রুত নির্বাচন শেষ হোক। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে ভূমিকম্প ও অন্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ১১টি এরিয়াল প্ল্যাটফরম ল্যাডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের এরিয়াল প্ল্যাটফরম ল্যাডার আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তির অসাধারণ সংমিশ্রণ। ফায়ার সার্ভিস বর্তমানে যন্ত্রপাতি ও প্রশিক্ষণের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ফায়ার সার্ভিসের সেবা এখন পৌঁছে দেওয়া সম্ভব। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে নিবারণের জন্য মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। যন্ত্রপাতির তুলনায় জনবল কম থাকায় এর যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না। দ্রুত সময়ে ফায়ার সার্ভিসে দক্ষ জনবল গড়ে তোলার চেষ্টা করব আমরা।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আজগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রমুখ।

Share this post

scroll to top