আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৪

366-66e3a2d96880e-67106c17a72a0.jpg

ক্রীড়া ডেস্ক : আজ অন্যান্য দিনের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনে রয়েছে বেশকিছু খেলা। শ্রীলংকা–ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি–টোয়েন্টি আজ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে যেসব খেলা-

বেঙ্গালুরু টেস্ট–২য় দিন

ভারত–নিউজিল্যান্ড

সকাল ৯টা ৪৫ মিনিট, সরাসরি: টি স্পোর্টস ও স্পোর্টস ১৮-১

মুলতান টেস্ট–৩য় দিন

পাকিস্তান–ইংল্যান্ড

সকাল ১১টা, সরাসরি: এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

৩য় টি–টোয়েন্টি

শ্রীলংকা–ওয়েস্ট ইন্ডিজ

সন্ধ্যা সাড়ে ৭টা, সরাসরি: সনি স্পোর্টস টেন ৫ ও টি স্পোর্টস

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ

১ম সেমিফাইনাল

অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা

রাত ৮টা, সরাসরি: স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি

Share this post

scroll to top