‘কিছু বিদেশি মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচারে’

Untitled-2-6706445a8533f.jpg

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে একথা জানান তিনি।

‘হিন্দু সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি আছে’ এমনটি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দুদের ওপর অত্যাচার ও দখলদারত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে।

মির্জা ফখরুল বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।

Share this post

scroll to top