ক্রীড়া ডেস্ক : টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ভারত। এই সিরিজেও বাংলাদেশকে হারাতে চায় বিশ্বকাপজয়ীরা। যদিও তুলনামূলকভাবে ভারতের এই দলটি বেশ অনভিজ্ঞ। তবে দলের ক্রিকেটারদের সামর্থ্যে আস্থা আছে অধিনায়ক সূর্যকুমার যাদবের। বাংলাদেশকে ঘায়েল করতে বিশেষ অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি।
সূর্যের মতে, বাংলাদেশ সিরিজে এক্স ফ্যাক্টর হতে পারেন প্রথমবার দলে ডাক পাওয়া মায়াঙ্ক যাদব। আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসা এই পেসার সুযোগ পেলে প্রতিদান দিতে পারেন আস্থার। বাংলাদেশকে ঘায়েল করতে তাই এই পেসারের গতিতেই ভরসা রাখছেন সূর্য।
মায়াঙ্কের অভিষেকের ইঙ্গিত দিয়ে সূর্য বলেন, ‘ওর মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে। এমনটা নয় যে শুধু ওরই মধ্যে রয়েছে, বাকিদের মধ্যেও সেই ব্যাপারটা আছে। যদিও আমি ওকে নেটে খেলিনি, কিন্তু ওর খেলা দেখেছি। ও কি করতে পারে, ওর মধ্য কতটা প্রতিভা রয়েছে সেটা আমরা সকলেই জানি। ওর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময়ই লক্ষ্য করেছিলাম, ওর মধ্যে অতিরিক্ত গতি রয়েছে। তবে এখন এত বেশি খেলা হয়, ক্রিকেটারদের দিকেও নজর রাখতে হবে। দলের জন্য ও বড় অস্ত্র হতে চলেছে, আশা করছি দলকে সমৃদ্ধ করবে।’
দলে সিনিয়ররা না থাকায় তরুণদের জন্য এটা দারুণ সুযোগ বলে মনে করছেন ভারতীয় অধিনায়ক। বলেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ। তারা তাদের রাজ্যের দলে যেখানেই খেলেছে ভালো পারফর্ম করেছে। এখানে ভিন্ন কিছু হওয়ার কথা নয়।’