পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ, যা আলোচনা হলো

pic-66fd91493d47c.jpg

ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের কথা উল্লে­খ করে পররাষ্ট্র  উপদেষ্টা এবং হাইকমিশনার উভয় দেশের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া সক্রিয় করার ওপর জোর দেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং হাইকমিশনার দুই দেশের বাণিজ্য, প্রকল্প এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

Share this post

scroll to top