বাফুফে সভাপতি হচ্ছেন কে?

Tabith-Imrul-tarafdar-66fb86dddcd92.jpg

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে কৌতূহল বেড়েছে।

এদিকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা ইতোমধ্যে তরফদার রুহুল আমিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে। ফলশ্রুতিতে আসন্ন বাফুফে নির্বাচনে দেশের ক্লাব ফুটবলে সাফল্যের বিচারে আধিপত্য বিস্তার করা বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে তাবিথ আওয়ালের মধ্যে লড়াই হবে বলে ক্রীড়াঙ্গনে চাউর আছে।

সূত্র জানিয়েছে, এবারের কাউন্সিলরদের সংখ্যা হবে মোট ১৪৩ জনের। অভিযোগ উঠেছে, বাফুফে কর্তৃক সারা দেশে সংস্থাগুলোর কাছে আইনি মোতাবেক পত্র প্রদান না করে পছন্দমতো ব্যক্তিকে বিভিন্ন সংস্থার কাউন্সিলর করে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। একটি প্রভাবশালী পক্ষ সেই কাজটি করছেন। গেলদিনে বাফুফে কার্যালয়ে সেই চিত্র দেখা গেছে। যারা মুলত এই মুহূর্তে বাফুফের দাফতরিক কাজগুলো করছেন, তাঁরাই এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন, তেমন দাবী করেছেন বাফুফে কার্যালয়ে আগত সংগঠকেরা। যাদের অনেকেই কাউন্সিলর, কিংবা কাউন্সিলর হতে চান।  এই ইস্যুতে ২৯ সেপ্টেম্বর বাফুফে কর্মকর্তাদের সাথে আগত অভিলাষী কাউন্সিলরদের হাতাহাতির ঘটনাও ঘটে।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ১৪৩ জন কাউন্সিলরদের ভোটেই বাফুফে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।

Share this post

scroll to top