ক্রীড়া ডেস্ক : কানপুর টেস্টে লড়াইয়ে থাকতে চতুর্থ দিনে প্রয়োজন যথাসম্ভব টিকে থাকা। কিন্তু ধৈর্য্যের মানসিকতা দেখাতে পারছে না বাংলাদেশ ব্যাটাররা। এখন পর্যন্ত ভারতের যা বোলিং, তাতে মনে হচ্ছে না ব্যাটিংয়ের জন্য কন্ডিশন কঠিন। কিন্তু মাটি কামড়ে পড়ে থাকার চ্যালেঞ্জই নিতে পারছে না বাংলাদেশ। দিনের শুরুতে অভিজ্ঞ মুশফিকুর রহিমের বিদায়ের পর এবার সাজঘরে লিটন দাস।
ভালোই খেলছিলেন লিটন। নিজের ব্যক্তিগত প্রথম ১০ বলে করেছিলেন তিন চারে ১২ রান। কিন্তু মেরে খেলার তাড়না নিয়ন্ত্রণ করতে না পারলে যা হয়, তাই হলো লিটনের ক্ষেত্রে।
৫০তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে মিড অফের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন লিটন। কিন্তু লাফিয়ে উঠে এক হাতে দুর্দান্ত ক্যাচ লুফে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ পরিস্থিতি বললে, এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের এখন প্রয়োজন ছিল না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভার শেষে ৫ উইকেটে ১৪৮ রান। লিটনের পর ক্রিজে এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে ৬২ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক।