ক্রীড়া ডেস্ক : কানপুর টেস্টের তৃতীয় দিনটিও পরিত্যক্ত হয়েছে শেষমেশ। মাঠে গড়ায়নি কোনো বল। তৃতীয় দিনের সকাল থেকে কোনো বৃষ্টি না হলেও বাজে আবহাওয়া ও আউটফিল্ডে পানি জমে থাকার কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।
রোববার বৃষ্টি না হলেও রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ডে জমে ছিল পানি। যা নিষ্কাসনে কাজ করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে মাঠ কর্মীরা। ফলে লম্বা সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে আম্পায়ারদের।
এর আগে, চেন্নাই টেস্টে ২৮০ রানে হারা বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনে কানপুরে মাঠে নামে। প্রথম দিনেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর ৩৫ ওভার খেলা হয়েছে প্রথম দিনে। যেখানে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ রান জমা করেছে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। মাঠে গড়াতে পারেনি একটি বলও।
চতুর্থ দিনে ৪০ রানে ব্যাট করতে নামবেন মুমিনুল হক। ৬ রানে তাকে সঙ্গ দিতে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।