ইউজিসির পূর্ণকালীন দুই সদস্য নিয়োগ

ugc-66e2b622af513.jpg

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন দুই জন অধ্যাপককে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে অন্তবর্তী সরকার।

তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এই দুইজনকে চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর ) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চার বছরের জন্য তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হলেও সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দিতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।

অধ্যাপক হিসেবে তারা যে বেতন-ভাতা পাচ্ছেন ইউজিসির সদস্য হিসেবেও একই বেতন-ভাতা পাবেন।

তবে কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী বাসস্থান, চিকিৎসা ও যানবাহন সুবিধা প্রাপ্য হবেন। যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

সম্প্রতি ইউজিসির সব সদস্যরা পদত্যাগ করেন। এতে এই পদগুলো খালি রয়েছে। শূন্য পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

Share this post

scroll to top