ডেস্ক রিপোর্ট: পাবনায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে দুই ছাত্র নিহতের মামলার অন্যতম আসামি নাসির ঢাকায় গ্রেফতার হয়েছেন।
সোমবার র্যাব-৩ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
নাসির পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মুক্তার ভান্ডারির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। ওই মামলায় এর আগে সোহেল খানকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হাসান নিলয়।