ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোরের আব্দুল করিম সরকার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করেছেন ছাত্র নামধারী একদল যুবক।
সোমবার কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়; কিন্তু অধ্যক্ষ সাইদুর রহমান পদত্যাগে রাজি ছিলেন না। পরে ছাত্র নামধারী যুবকরা শক্তি প্রয়োগের হুমকি দিলে অধ্যক্ষ পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
কলেজের শিক্ষকদের অভিযোগ, যারা অধ্যক্ষের কক্ষে চড়াও হয়ে অধ্যক্ষকে পদত্যাগপত্র লিখে নিয়েছেন তারা স্থানীয় বিএনপি নেতাদের ঘনিষ্ঠ। পদত্যাগের পর ক্ষোভে অভিমানে কলেজ থেকে বেরিয়ে যান অধ্যক্ষ।
তিনি বলেন, এটি সরকারি কলেজ। শিক্ষা অধিদপ্তর তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। পদত্যাগ না করলে যুবকরা মারমুখী হয়ে তাকে শারীরিক হেনস্তার হুমকি দিয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, যারা অধ্যক্ষের কক্ষে চড়াও হয়েছিল তাদের অধিকাংশই অছাত্র।