ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর তরুণী চিকিৎসককে হত্যার ঘটনায় তোলপাড় চলছে ভারতে। এরইমধ্যে পাবলিক বাসে পাঞ্জাবের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে, গত ৯ আগস্ট ভোরে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক শিক্ষানবিশ চিকিৎসকের মরদেহ পাওয়া যায়।
অভিযোগ উঠে, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে আরজি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি।
ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে ‘আত্মহত্যা’ করেছে। পরে তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করতে বাধ্য হয়।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে, শুধু ২০২১ সালেই গোটা ভারতে ৩১ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে গড়ে প্রতিদিন ৮৬টি মামলা হয়েছে।