সড়কে প্রাণ গেল দুই বন্ধুর, একজন হাসপাতালে

image-839097-1723851768.jpeg

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা অপর বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের মইশাকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- মনোহরদী উপজেলার চালাকচর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইমরান হোসেন (২৫) ও হাফিজপুর মৌলভীপাড়া গ্রামের রাজিউদ্দিনের ছেলে আসিফ মাহমুদ (২৬)।

গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রিফাত (২৭)।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাগরদীর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন তিন বন্ধু। পথে মইশাকান্দী এলাকায় পৌঁছালে  মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই পাকা সড়কের ওপর ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক দুজনকে নরসিংদী জেলা হাসপাতালে হাসপাতালে পাঠায়।  সেখানে নেওয়ার পর ইমরানের মৃত্যু হয়। আহত রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।

Share this post

scroll to top