অটোরিকশা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চালকের

image-839100-1723853326.jpg

ডেস্ক রিপোর্ট: কালীগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ট্রেন আসতে দেখে অটোরিকশা রক্ষার চেষ্টা করে ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত অটোরিকশা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়ায় থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোচালক সানি অটোরিকশায় যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বালীগাঁও যাচ্ছিল। এ সময় মোড়লবাড়ি নামক স্থানে থাকা অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। সে সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে যান। অটোচালক সানি রেল ক্রসিং থেকে অটোরিকশা সরানোর চেষ্টার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশাটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরু।

Share this post

scroll to top