আল্লাহ এত তাড়াতাড়ি দেখাবেন কেউ কল্পনাও করতে পারেনি: শায়খ আহমাদুল্লাহ

image-837929-1723625278.jpg

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সরকার পতনের পর থেকেই একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। গ্রেফতার হচ্ছেন দীর্ঘ দেড় দশক শাসন  করা রথি-মহারথিরা। এবারের ছাত্র আন্দোলনে অনেকের মতো সোচ্চার দেখা গেছে শায়খ আহমাদুল্লাহকে।

পোস্টে তিনি লিখেছেন, ‘জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের। মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।

এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন শিক্ষা নিতে পারি।’

Share this post

scroll to top