চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

image-834650-1722929014.jpg

ডেস্ক রিপোর্ট: দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এর আগে দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার (৫ আগস্ট) রাতে দলটির নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এরপর তারা পুরানা পল্টনে মহানগর কার্যালয়েও যান।

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।

Share this post

scroll to top