প্রকাশ্যে সাংবাদিককে জনের হুমকি

image-833524-1722678798.jpg

বিনোদন ডেস্ক : মাঝে মধ্যে সামাজিকমাধ্যমের বদৌলতে তারকাদের ‘অন্য’ মেজাজ ভাইরাল হয়। এবার মেজাজ হারালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তবে এবার সংবাদ সম্মেলনে তিনি মেজাজ হারালেন। জনৈক সাংবাদিককে রীতিমতো হুমকি দিয়ে বললেন— যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব।

সামাজিকমাধ্যমে সাংবাদিককে হুমকির এ ঘটনা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যদিও সবটাই হাসিমুখে বলেছেন বলে জানান এ অভিনেতা। ওই সাংবাদিক অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন— অভিনেতা পর পর একই ধরনের ছবিতে কেন অভিনয় করছেন? গত বছর ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘বেদা’ ছবির ট্রেলারেও অভিনেতার অ্যাকশন অবতার প্রকাশ্যে এসেছে। তাই তাকে এমন প্রশ্ন করা হয়।

Share this post

scroll to top