বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল ফ্রান্স

image-831205-1722158131.jpg

ডেস্ক রিপোর্ট:  কোটা সংস্কার আন্দোলন ঘিরে সপ্তাহজুড়ে সহিংসতায় যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ভারতসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ফ্রান্স। রোববার সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় নিজদেশের নাগরিকদের উদ্দেশে এ সতর্কবার্তা জানায় ঢাকার ফরাসি দূতাবাস।

একইসঙ্গে সাম্প্রতিক সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স।  নতুন করে সংঘাতের বিস্তৃতি না হতে সংলাপে বসার কথাও তুলেছে তারা।

সতর্কবার্তায় ফরাসি দূতাবাস বলেছে, ‘সবাইকে শান্ত, সংযমী থাকার আহ্বান জানাই। সেই সঙ্গে নতুন করে যাতে সংঘাত না ঘটে, এর জন্য সংলাপের আহ্বান জানাই।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশে ফ্রান্সের যেসব নাগরিক থাকেন, তাদের এবং যেসব নাগরিক বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক, তাদের সতর্ক করা হচ্ছে।’

ফ্রান্স এমন সময়ে সতর্ক বার্তা দিল, যখন আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বাংলাদেশে। তবে এখনো পুরোপুরি কারফিউ তুলে নেওয়া হয়নি রাজধানী ঢাকার। ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও বন্ধ রাখা হয়েছে রেলওয়ে সেবা।

Share this post

scroll to top